| বঙ্গাব্দ
ad728
ad728

রাজস্থলীতে সম্প্রীতি রক্ষায় ওসি'র বিশেষ সভা

  • আপডেট টাইম : 28-09-2025 ইং
  • 12677 বার পঠিত

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

সম্প্রতি খাগড়াছড়ি জেলায় উদ্ভূত পরিস্থিতি যেন রাজস্থলীতে কোনো প্রকার নেতিবাচক প্রভাব ফেলতে না পারে সেই লক্ষ্যে রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীর উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে উপজেলার সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দদের নিয়ে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

এই সম্প্রীতি সমাবেশে ওসি ইকবাল বাহার চৌধুরী পাহাড়ি বাঙালি নেতৃবৃন্দদের বলেন, আমরা সবাই শান্তি চাই। এজন্য সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে এবং যেকোনো উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। রাজস্থলী একটি শান্তিপূর্ণ এলাকা এবং এই শান্তি বজায় রাখার জন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত জরুরি। খাগড়াছড়ির ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজস্থলীর সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যেকোনো অপশক্তি যারা এই উপজেলার সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজস্থলীতে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। আমি বিশ্বাস করি, এই এলাকার জনগণ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম এবং আমরা অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকব।

উপস্থিত নেতৃবৃন্দ ওসির এই উদ্যোগকে স্বাগত জানান এবং রাজস্থলীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তাঁরা বলেন, রাজস্থলীতে সকল সম্প্রদায়ের মানুষ দীর্ঘকাল ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

এই বিশেষ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়