Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে  শীতার্তদের পাশে পার্বত্য জেলা পরিষদ

  • আপডেট টাইম : 14-01-2026 ইং
  • 1467 বার পঠিত
খাগড়াছড়িতে  শীতার্তদের পাশে পার্বত্য জেলা পরিষদ
রিপোর্টারঃ খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পার্বত্য জেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকার অসহায় মানুষের দুর্ভোগও বেড়ে চলেছে। এই কঠিন সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বত্য জেলা পরিষদ। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় অস্বচ্ছল ও শীতার্তদের মাঝে শীতের কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের চন্দ্র কিরণ কার্বারী পাড়া, আট মাইল ও নয় মাইল পাড়া এলাকায় পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। শীতের কামড় থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়ে উপকারভোগীদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা। কম্বল বিতরণকালে তিনি শীতার্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।নিটোল মনি চাকমা বলেন,“শীত মৌসুমে পার্বত্য অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। পাহাড়ি এলাকায় শীতের প্রকোপ তুলনামূলক বেশি হওয়ায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করে। পার্বত্য জেলা পরিষদ সবসময় মানবিক দায়িত্ববোধ থেকে এসব মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেক পরিবার রাত কাটাতে বাধ্য হয়। পার্বত্য জেলা পরিষদের এই উদ্যোগ শীতার্ত মানুষের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করছে এবং এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আস্থার সৃষ্টি হয়েছে।এদিকে এর আগের দিন সোমবার (১২ জানুয়ারি) বিকেলে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা নিজ উদ্যোগে দীঘিনালা উপজেলার পোমাং পাড়া, যৌথ খাসার পাড়া, কুঁড়ি ঘর, বৌদ্ধ পাড়া, চাপ্পা পাড়া, চিত্ত মেম্বার পাড়াসহ বিভিন্ন এলাকার শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে তাদের খোঁজখবর নেন।উল্লেখ্য, পার্বত্য জেলা পরিষদ প্রতিবছর শীত মৌসুমে জেলার বিভিন্ন দুর্গম ও প্রত্যন্ত এলাকায় শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়