| বঙ্গাব্দ
ad728
ad728

নানিয়ারচরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

  • আপডেট টাইম : 01-05-2025 ইং
  • 139606 বার পঠিত

নানিয়ারচর প্রতিনিধিঃ

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।


উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেসা। 


আলোচনায় বক্তারা বলেন, মে দিবস কেবল একটি স্মরণ নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। দেশের অর্থনৈতিক অগ্রগতির পেছনে রয়েছে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম। পাশাপাশি, পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।


অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ শ্রমজীবী মানুষ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়