নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আজ (১৫ মার্চ) দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে। উপজেলার ৪টি ইউনিয়নের ৯৭টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম টিটু জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ৬১৭ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৫৬১ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দুর্গম এলাকাগুলোতে বিশেষ নজর দেওয়া হচ্ছে, যাতে সবাই এই পুষ্টিসেবা পায়। ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত জটিলতা কমাতে সহায়তা করে।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |