| বঙ্গাব্দ
ad728
ad728

বাঘাইছড়ি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আয়নামতি ফাউন্ডেশনের সহায়তা

  • আপডেট টাইম : 30-05-2025 ইং
  • 117744 বার পঠিত

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪৬ জন ব্যবসায়ী ও দোকান মালিকদের মাঝে "আয়নামতি ফাউন্ডেশন" এর চেয়ারম্যান ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব আবু সৈয়দ এম হাশিমের পক্ষ থেকে নগদ ২ হাজার ৫শত টাকা করে সহয়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩০মে) জুমার নামাজের পর মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির কার্যালয় কক্ষে এই নগদ আর্থিক সহয়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মুসলিম ব্লক বাজার পরিচালনা কমিটির সভাপতি ডা. আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাঁজা।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপ-সহকারী কৃষি অফিসার মো. হাবিব উল্লাহ, মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. ওমর ফারুক মাস্টার ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, বাজার পরিচালনা কমিটির সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাঁজা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দুঃখ আমরা গভীর ভাবে উপলব্ধি করছি।

তিনি আরো বলেন, আপনাদের এলাকার কৃতি সন্তান আবু সৈয়দ এম হাশিম সাহেবের ব্যক্তিগত পক্ষ থেকে এই সামান্য কিছু উপহার নিয়ে এসেছি আপনাদের মাঝে। ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকরা আবু সৈয়দ এম হাশিমের এই উদ্যোগ’কে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই মানবিক সহায়তা স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও আশার আলো জাগিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়