হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটির রাজস্থলীতে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আন-নূর ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো মৃত ব্যক্তির দাফন-কাফন ও গোসল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার রাজস্থলী বাজার জামে মসজিদে মৃত ব্যক্তির দাফন-কাফন ও গোসলের এই প্রশিক্ষণ স্থানীয় পুরুষ ও নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
ইসলামি শরীয়তের নিয়মানুসারে একজন মৃত ব্যক্তিকে কিভাবে দাফন-কাফন ও গোসল করাতে হয় এই বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ পরিচালিত হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন মাওলানা ফরিদ আহমদ এবং রাজস্থলী নুরুল উলুম নুরানি মাদ্রাসার শিক্ষক মাওলানা রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী বাজার মসজিদের ইমাম ও খতীব মাওলানা নূরুল হক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আন-নূর ফাউন্ডেশনের দায়িত্বশীল সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, মহিলাদের জন্য মহিলা প্রশিক্ষক দ্বারা রাজস্থলী নুরুল নুরানি মাদ্রাসায় আলাদাভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |