| বঙ্গাব্দ
ad728
ad728

খাগড়াছড়ি শিক্ষার্থীর ধর্ষণ অভিযোগে মেডিকেল রিপোর্টে ‘স্বাভাবিক’

  • আপডেট টাইম : 01-10-2025 ইং
  • 10022 বার পঠিত

খোকন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি

পার্বত্য জেলা খাগড়াছড়িতে গত ২৩ সেপ্টেম্বর রাতে এক কিশোরী শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে সাড়া ফেলে দিয়েছিল। পুরো অঞ্চল অস্থির হয়ে উঠেছিল। কিন্তু নতুন তথ্য অনুযায়ী, ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষায় কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি।

সিভিল সার্জন ছাবের আহম্মেদ জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মেডিকেল বোর্ডের প্রতিবেদন তাঁর কাছে জমা হয়েছে। পরে প্রতিবেদনটি পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়। পরীক্ষার ১০টি সূচকেই স্বাভাবিক লেখা হয়েছে।

মেডিকেল বোর্ডের প্রধান ও খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক জয়া চাকমা বলেন, “সবধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। কিন্তু ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। আমাদের দলে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মোশারফ হোসেন ও নাহিদা আকতারও ছিলেন।”

সিভিল সার্জন আরও বলেন, “ওই কিশোরীর শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। প্রতিবেদনটি মামলার তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশ সুপারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল জানিয়েছেন, “মেডিকেল বোর্ডের প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হননি। প্রকৃতপক্ষে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। অথচ মিথ্যা অভিযোগের মাধ্যমে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করতে চেয়েছিল। এখন তাদের পরিকল্পনা ভেস্তে গেছে।"

ঘটনার পটভূমি অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর রাতে প্রাইভেট পড়া শেষে ফেরার পথে ওই কিশোরীর উপর ধর্ষণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ ওঠে। রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে একটি ক্ষেত থেকে উদ্ধার করেন স্বজনরা।

এ ঘটনায় শয়ন শীল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে ছয় দিনের রিমান্ডে রাখা হয়েছে।

এই ঘটনার পর এলাকায় অস্থিরতা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসন, পুলিশ ও স্থানীয় সম্প্রদায়ের দ্রুত সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। মেডিকেল রিপোর্ট প্রকাশের পরও পার্বত্য অঞ্চলের মানুষদের মধ্যে সচেতনতা ও সতর্কতা বজায় রয়েছে।।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়