এম সুজন, নানিয়ারচর
রাঙামাটির নানিয়ারচরে কাপ্তাই লেকের শাখা চেঙ্গী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই কলেজ ছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। তবে এখনও খোঁজ মেলেনি আরেকজনের।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। এতে কলেজ পড়ুয়া দুই শিক্ষার্থী ডেনিজেন চাকমা ও জিতেশ দেওয়ান নিখোঁজ হন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে চেঙ্গী নদীর নৌকাডুবির আশপাশ এলাকা থেকে ভেসে ওঠে ডেনিজেন চাকমার মরদেহ। পরে স্থানীয়দের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম।
এদিকে সেনাবাহিনী জানিয়েছে, নিখোঁজ জিতেশ চাকমার সন্ধানে তাদের পক্ষ থেকে আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |