| বঙ্গাব্দ
ad728
ad728

নানিয়ারচরে অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা করল সেনাবাহিনী

  • আপডেট টাইম : 14-08-2025 ইং
  • 56494 বার পঠিত



নানিয়ারচর প্রতিনিধিঃ

রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর গ্রামের বৌ বাজার এলাকায় অসহায় এক পরিবারের ঘর মেরামতের জন্য মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।


আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান (পিএসসি) সুফলভোগী মোছা: পারুল বেগমের হাতে ৩ বান টিন ও নগদ ৫ হাজার টাকা তুলে দেন।


সেনা কর্মকর্তারা জানান, পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং জরুরি প্রয়োজনে পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। এই কার্যক্রমের মাধ্যমে অসহায় পরিবারের ঘর মেরামত সম্ভব হবে, যা তাদের নিরাপদ ও স্বস্তিদায়ক আবাসন নিশ্চিত করবে।


স্থানীয়রা জানান, সেনাবাহিনী শুধু দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপত্তা প্রদানই নয়, বরং সামাজিক উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও দুর্যোগকালীন ত্রাণসহ বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে। এই সহায়তা প্রমাণ করে সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়