| বঙ্গাব্দ
ad728
ad728

অগ্নি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মন্টু চাকমাকে ঢেউটিন সহায়তা প্রদান করেছে নানিয়ারচর জোন।

  • আপডেট টাইম : 18-02-2025 ইং
  • 164221 বার পঠিত

নানিয়ারচর প্রতিনিধিঃ

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি কৈলাশ পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক মন্টু চাকমা-র পাশে দাঁড়িয়েছে নানিয়ারচর জোন ১৭ ইস্ট বেঙ্গল।


গত ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সেনাবাহিনীর পক্ষ থেকে মন্টু চাকমাকে নতুন ঘর নির্মাণের জন্য ঢেউটিন সহায়তা প্রদান করা হয়।


নানিয়ারচর জোনের (কোম্পানি) উপ-অধিনায়ক ক্যাপ্টেন আশফাকুর রহমান নয়ন,এই ঢেউটিন গুলো মন্টু চাকমা ও তার পরিবারের হাতে তুলে দেন।


এসময় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শহীদুল্লাহ, জোন প্রতিনিধি

 সার্জেন্ট শেখ মুরাদ হোসেইন।ইউপি সদস্য আব্দুল মালেক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। 


সেনাবাহিনীর এই সহায়তায় মন্টু চাকমা ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে  বলেন, "সেনাবাহিনীর সহযোগিতা আমাদের নতুনভাবে ঘর নির্মাণের সুযোগ করে দিয়েছে। আমরা সত্যিই কৃতজ্ঞ।"


ক্যাপ্টেন আশফাকুর রহমান নয়ন বলেন,

"সেনাবাহিনী সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করে। মন্টু চাকমার ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়ার পরপরই আমরা তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই। নতুন ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করেছি, যাতে সে দ্রুত নিজের ঘর পুনর্নির্মাণ করতে পারে। ভবিষ্যতেও আমরা যে কোনো দুর্যোগ বা সমস্যায় সাধারণ মানুষের পাশে থাকব।"


উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি সকালে অগ্নিকাণ্ডে মন্টু চাকমার ঘর সম্পূর্ণ পুড়ে যায়। সেনাবাহিনীর এই সহায়তা তার পরিবারকে পুনরায় ঘর নির্মাণে সহায়তা করবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়