নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি কৈলাশ পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক মন্টু চাকমা-র পাশে দাঁড়িয়েছে নানিয়ারচর জোন ১৭ ইস্ট বেঙ্গল।
গত ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সেনাবাহিনীর পক্ষ থেকে মন্টু চাকমাকে নতুন ঘর নির্মাণের জন্য ঢেউটিন সহায়তা প্রদান করা হয়।
নানিয়ারচর জোনের (কোম্পানি) উপ-অধিনায়ক ক্যাপ্টেন আশফাকুর রহমান নয়ন,এই ঢেউটিন গুলো মন্টু চাকমা ও তার পরিবারের হাতে তুলে দেন।
এসময় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শহীদুল্লাহ, জোন প্রতিনিধি
সার্জেন্ট শেখ মুরাদ হোসেইন।ইউপি সদস্য আব্দুল মালেক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।
সেনাবাহিনীর এই সহায়তায় মন্টু চাকমা ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "সেনাবাহিনীর সহযোগিতা আমাদের নতুনভাবে ঘর নির্মাণের সুযোগ করে দিয়েছে। আমরা সত্যিই কৃতজ্ঞ।"
ক্যাপ্টেন আশফাকুর রহমান নয়ন বলেন,
"সেনাবাহিনী সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করে। মন্টু চাকমার ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়ার পরপরই আমরা তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই। নতুন ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করেছি, যাতে সে দ্রুত নিজের ঘর পুনর্নির্মাণ করতে পারে। ভবিষ্যতেও আমরা যে কোনো দুর্যোগ বা সমস্যায় সাধারণ মানুষের পাশে থাকব।"
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি সকালে অগ্নিকাণ্ডে মন্টু চাকমার ঘর সম্পূর্ণ পুড়ে যায়। সেনাবাহিনীর এই সহায়তা তার পরিবারকে পুনরায় ঘর নির্মাণে সহায়তা করবে।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |