হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজে ক্রীড়া, সাংস্কৃতিক গ্রন্থাগার এবং কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টায় বাঙ্গালহালিয়া সরকারি কলেজের এই ডিজিটাল ল্যাব পুনরায় উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব নূরী।
এসময় প্রফেসর আইয়ুব নূরী বলেন, দীর্ঘদিন অব্যহৃত এবং অকেজো অবস্থায় পড়ে থাকার পর ক্রীড়া, সাংস্কৃতিক গ্রন্থাগার এবং কম্পিউটার ল্যাবের কার্যক্রম পূনরায় চালু করা হয়েছে। যাতে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের গতানুগতিক পড়ালেখার পাশাপাশি এই ডিজিটাল ল্যাবে একই সাথে পড়ালেখা, খেলাধুলা, কম্পিউটার শিক্ষা সংস্কৃতি চর্চা শিখে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে।
এসময় কলেজের সকল শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |