হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রাজস্থলী উপজেলার একটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করতে সিসিটিভি ক্যামেরা উপহার দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (১ অক্টোবর) বিকালে রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনির পক্ষ থেকে এই সিসিটিভি ক্যামেরা প্রদান করা হয়।
এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি পূজামণ্ডপ কমিটির সদস্যদের হাতে সিসিটিভি ক্যামেরা তুলে দেন। এসময় বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিসিটিভি ক্যামেরা প্রদানকালে নাইমুল ইসলাম রনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সকল ধর্ম ও সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশ্বাসী এবং এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দুর্গাপূজা আমাদের দেশের একটি ঐতিহ্যবাহী উৎসব, আর এই উৎসবকে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |