| বঙ্গাব্দ
ad728
ad728

খাগড়াছড়িতে মৎস্য অফিস থেকে বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগল পেয়ে খুশি জেলেরা

  • আপডেট টাইম : 23-02-2025 ইং
  • 162423 বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধিঃ মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান (এআইজিএ) কার্যক্রমের উপকরণ বিতরণ করেছে খাগড়াছড়ি  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তর।



রবিবার(২৩ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা প্রাঙ্গণে  অস্বচ্ছল জেলেদের মাঝে উপকরণ হিসেবে ছাগল বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্কা সুদৃষ্টি চাকমা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।



এ দিন ২৫জন জেলেদের মধ্য থেকে ১২জন জেলেদের মাঝে ৪টি করে মোট ৪৮টি ছাগল বিতরন করা হয়। বাকি ১৩জন জেলেদের মাঝে পরবর্তী ধাপে বিতরণ করা হবে।



উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা বলেন,জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগর বিতরণ করা হয়। অফ সিজনে জেলেরা যেন বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগল পালনের মধ্যদিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন,সেজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।



ছাগল পেয়ে জেলেরা জানান,আমরা প্রতিদিন জাল দিয়ে মাছ ধরি। কিন্তু সেটা দিয়ে আমাদের সংসার চলে না। শীত আর বসন্তকারো আমাদের কোন কাজ না থাকায় কোন আয়-রোজগার থাকেনা। আজকে আমরা ৪টি করে ছাগল পেয়ে খুবই উপকৃত হয়েছি। আমরা খুবই খুশি।



এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য বঙ্গমিত্র চাকমা,জেলা মংস্য কর্মকর্তা ড. মো. রাজু আহম্মেদ,পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ প্রকল্পের সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।






ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়