| বঙ্গাব্দ
ad728
ad728

এথলেট কাইফুজ আনামের পাশে সেনাবাহিনী

  • আপডেট টাইম : 10-09-2025 ইং
  • 28931 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার মেধাবী এথলেট কাইফুজ আনামের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তিন বীর লংগদু জোন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় লংগদু জোন সদরে ক্রীড়া সামগ্রী কেনার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ।

এসময় দুড়ছড়ি সাব জোন অধিনায়ক মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন উপস্থিত ছিলেন।

এবারের জাতীয় এথলেটিক্স প্রতিযোগীতায় অংশ নেয়া  বাঘাইছড়ির সন্তান মো. কাইফুজ আনাম রাঙামাটি জেলার একমাত্র এটলেথ হয়ে ঢাকায় অনুষ্ঠিত সামার এটলেটিক্স প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে ইতোমধ্যে ৫ হাজার মিটার দৌড়ে সাফল্যের সহিত সকল ধাপ অতিক্রম করে নির্বাচিত হয়েছে।


কাইফুজ আনাম দুরছড়ি মুসলিম পাড়া গ্রামের ফরিদুল আলমের তিন ছেলের মধ্যে দ্বিতীয়।

জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ বলেন, সেনাবাহিনীর জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে কাইফুজ আনামকে সহযোগিতা করা হয়েছে। সেনাবাহিনী এমন মেধাবী খেলোয়াড়দের পাশে সবসময় থাকবে। সে যদি আগামীতে  সেনাবাহিনীতে ভর্তি হতে ইচ্ছুক হয় তাহলে তার জন্য সেনাবাহিনীর দরজা সবসময় খোলা রয়েছে। লংগদু জোনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়