| বঙ্গাব্দ
ad728
ad728

দুর্গোৎসবে মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির উপহার

  • আপডেট টাইম : 26-09-2025 ইং
  • 15113 বার পঠিত

শফিক ইসলাম, মহালছড়ি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে সনাতনী ধর্মাবলম্বী সদস্যদের পূজার উপহার প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সমিতির কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক মো. ইসমাইল হোসেন, সদস্য এবং খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, সদস্য বিপুল চৌধুরী, মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা। এ সময় সমিতির মোট ১৩ জন সনাতনী সদস্যকে এ উপহার প্রদান করা হয়।

উপহার গ্রহণ শেষে প্রয়াত সদস্য মৃত ঋষী দেবনাথের স্ত্রী আবেগ আপ্লুত হয়ে বলেন, সমিতি সবসময় আমাদের খোঁজখবর রাখে। এ ধরনের সহযোগিতা আমাদের উৎসবকে আরও আনন্দমুখর করেছে।

অন্যদিকে সদস্য ললিত চৌধুরী অনুভূতি জানিয়ে বলেন, পূজার আগে এই বোনাস পেয়ে আমরা সত্যিই আনন্দিত। এতে পূজার প্রস্তুতি নিতে অনেকটা স্বস্তি পেলাম।

এ সময় সমিতির আহ্বায়ক মো. ইসমাইল হোসেন বলেন, আমাদের সমিতির প্রতিটি সদস্যই একে অপরের সুখ-দুঃখে পাশে থাকে। উৎসবকে কেন্দ্র করে এই বোনাস হয়তো বড় সহায়তা নয়, তবে এটি আমাদের আন্তরিকতার প্রতিফলন।

সমিতির সদস্য ও জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু জানান, সমিতির এ উদ্যোগে সনাতনী সদস্যদের মধ্যে আনন্দের ছোঁয়া লেগেছে এবং এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়