নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙামাটি নানিয়ারচর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী আয়োজন সম্পন্ন হয়েছে।
১৮ ফেব্রুয়ারি নানিয়ারচর থানা সংলগ্ন একটি মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিমুল এহসান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
অনুষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর আয়োজক কমিটির আহ্বায়ক ও নানিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ
সন্তোস বিকাশ খীসার সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজির আলম, অফিসার ইনচার্জ, নানিয়ারচর থানা, এবং কৃতা চাকমা, সহকারী অধ্যাপক, নানিয়ারচর সরকারি কলেজ।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আয়োজনে শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার গ্রহণ করা হয় । পরে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |