পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলায় গণঅধিকার পরিষদের উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কাউখালী বেতবুনিয়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক এম. এ. বাসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান। এতে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ রাসেল।
গণঅধিকার পরিষয়েড কাউখালী উপজেলা সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন— ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা সদস্য সচিব রবিউল আওয়াল, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক বাবুল মারমা, গণঅধিকার পরিষদ কাউখালী উপজেলা শাখার সদস্য সেলিম প্রমুখ।
এসময় বক্তারা গণঅধিকার পরিষদের দীর্ঘ ৭ বছরের সংগ্রাম ও লড়াইয়ের ইতিহাস তুলে ধরেন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। কাউখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে নতুন কমিটি গঠন, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ ও তৃণমূল পর্যায়ে গণঅধিকার পরিষদকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে গণঅধিকার পরিষদ সবসময় জনগণের পাশে ছিল এবং আগামীতেও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাবে।
-বিজ্ঞপ্তি
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |