পানছড়ি প্রতিনিধিঃ
পাহাড়ের প্রতিটি ঘরে এখন উৎসবের আমেজ। বাংলা নববর্ষ ঘিরে এখানকার উপজাতিয় সম্প্রদায়, গোষ্ঠীর ৫ দিন ব্যাপি ব্যাপক অনুষ্ঠান চলমান।
বৈসু, সাংগ্রাই, বিজু তিন জনগোষ্ঠীর তিনটি মিলে বৈসাবি উৎসব পালন করা হয়। তারই ধারাবাহিকতায় আজ থেকে ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসু উৎসব শুরু।
চৈত্র মাসের শেষ দুইদিন এবং বৈশাখ মাসের প্রথম দিন এই তিনদিন ব্যাপী এ উৎসব পালন করা হয়। প্রথম দিনকে বলা হয় হারি বৈসুক, দ্বিতীয় দিনকে বৈসুকমা এবং তৃতীয় বা শেষ দিনটিকে বলা হয় বিসি কতাল।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম পানছড়ি শাখার আয়োজনে বৈসাবি র্যালি বের করে। সংগঠনটির সভাপতি ভুবন ত্রিপুরা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিষ্ণু ত্রিপুরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে র্যালি উদ্ধোধন করেন পানছড়ি সাব জোন অধিনায়ক মেজর রিফাত হোসাইন। এসময় র্যালিটি পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে শুরু করে পানছড়ি বাজার প্রদক্ষিণ করে আদি ত্রিপুরাস্থ ত্রিপুরা সংসদে আলোচনা সভা ও ত্রিপুরা নৃত্য পরিবেশন করা হয়।
পরে সহস্রাদিক ত্রিপুরা নারী-পুরুষ, তরুণ-তরুণীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক রিনাই-রিসা, পুরুষরা ধুতি-কুটি ও রিসা পরিধান করে র্যালিতে অংশ নেন।
এদিন অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য প্রশান্ত ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ সংসদের পানছড়ির আঞ্চলিক শাখার সহ সভাপতি কালো মনি ত্রিপুরা, সাধারণ সম্পাদক অপূর্ব ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক দেব মিত্র ত্রিপুরা, সাবেক সভাপতি ললেন্দ্র ত্রিপুরা, মনিন্দ্র লাল ত্রিপুরা, দপ্তর সম্পাদক নজর কান্তি ত্রিপুরা, ক্রীড়া বিষয়ক সম্পাদক রিনা ত্রিপুরা, সাবেক সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন ত্রিপুরাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক নারী পুরুষ এতে অংশ গ্রহন করেন।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |