মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঐতিহ্যবাহী রত্নাংকুর বনবিহারে পবিত্র বৈশাখী পূর্ণিমা ও ২৫৬৯তম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ধর্মীয় মঙ্গল শোভাযাত্রা। এ উপলক্ষে আজ ১০ মে সকালে বনবিহার প্রাঙ্গণ থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়, যা নানিয়ারচর ব্রিজ প্রদক্ষিণ করে পূণরায় বিহারে এসে শেষ হয়।
শোভাযাত্রায় ছিল বুদ্ধের প্রতিমূর্তি ও বনভন্তের প্রতিচ্ছবিসহ সুসজ্জিত গাড়ি, ধর্মীয় পতাকা, ব্যানার ও নানা প্রতীক। এতে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক বৌদ্ধ ভক্ত, নারী-পুরুষ, শিশু-কিশোর সহ বিভিন্ন বয়সের মানুষ। শোভাযাত্রাটি ছিল এক শান্তিপূর্ণ ধর্মীয় মিলনমেলা, যেখানে ধর্মীয় গান, প্রার্থনা এবং শান্তি বার্তা পরিবেশনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের আয়োজক ছিল রত্নাংকুর বনবিহার পরিচালনা কমিটি এবং এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় । আয়োজকরা জানান, বৈশাখী পূর্ণিমা বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান, এই দিনটি বৌদ্ধদের কাছে অতীব পবিত্র ও তাৎপর্যপূর্ণ।
এ বিষয়ে সাবেক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপম চাকমা বলেন,এটি একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি শান্তি, সহানুভূতি এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার একটি মহৎ উপলক্ষ। রত্নাংকুর বনবিহারে প্রতিবছরের মতো এবারও অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়েছে। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |