| বঙ্গাব্দ
ad728
ad728

খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বাসিন্দাদের পাশে ইসলামী আন্দোলন

  • আপডেট টাইম : 31-05-2025 ইং
  • 117098 বার পঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি

অবিরাম ভারি বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে। পাহাড়ের ঢালে কিংবা নিচু এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত মানুষগুলো সবচেয়ে বেশি সংকটে পড়েছে এই প্রাকৃতিক দুর্যোগে। ঠিক এমন এক বাস্তবতায়, খাগড়াছড়ি সদর উপজেলার শালবন পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা।

শনিবার (৩১ মে) সকাল থেকে শুরু হওয়া এ সচেতনতামূলক কার্যক্রমে সংগঠনের স্বেচ্ছাসেবক টিম পাহাড়ি এলাকায় সরাসরি উপস্থিত হয়ে ঝুঁকিপূর্ণ ঘরবাড়িতে অবস্থানরত পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার কার্যক্রমে সহযোগিতা করে। এতে নারী, শিশু ও প্রবীণরা অগ্রাধিকার পায়। একই সঙ্গে স্থানীয় জনগণের মাঝে মাইকিং, লিফলেট বিতরণ এবং পরামর্শের মাধ্যমে পাহাড় ধসজনিত বিপদ সম্পর্কে সতর্ক করা হয়।


সচেতনতা নয়, সরাসরি সহায়তা এই কার্যক্রম কেবল প্রচারণামূলক নয়; বরং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সরাসরি সহায়তা প্রদানের মাধ্যমেই মানুষের জীবন রক্ষায় কাজ করে চলেছে স্বেচ্ছাসেবকরা। দুর্যোগে দুর্গতদের দ্রুত আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া, খাবার ও প্রাথমিক সহায়তা নিশ্চিত করা এবং পাহাড়ি জনগণের মানসিক ভরসা হয়ে ওঠা—এই তিনটি মূল লক্ষ্য সামনে রেখে পরিচালিত হচ্ছে উদ্যোগটি।

সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন বলেন,“প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। যতদিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, আমাদের স্বেচ্ছাসেবক এবং আমরা মাঠে কাজ করে যাবো।”

জনসাধারণের প্রতিক্রিয়া: স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সময়োপযোগী, মানবিক এবং অনুপ্রেরণাদায়ক হিসেবে অভিহিত করেছেন। অনেকেই বলেন, পাহাড়ি এলাকায় এমন সংকটময় সময়ে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা বাস্তবিক অর্থেই সাহস জোগায়।

খাগড়াছড়ির শালবন পাহাড়ি এলাকার বাসিন্দা মো. রহিম মিয়া বলেন, “গতকাল রাতেই আমাদের এলাকায় হালকা মাটি ধসে পড়েছে। এমন সময় কেউ পাশে দাঁড়ালে মনে সাহস আসে।"


প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শুধু প্রশাসনের তৎপরতা নয়, সমাজের প্রতিটি স্তরে মানুষের সহানুভূতিশীল অংশগ্রহণই পারে বিপন্ন জনগোষ্ঠীকে রক্ষা করতে। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সচেতনতামূলক ও মানবিক কার্যক্রম একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখা যাচ্ছে পার্বত্য অঞ্চলে।

সচেতনতামূলক কার্যক্রমটি পরিচালনায় নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন। এসময় সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আরিফ, সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক তারেক রহমান, জেলা দায়িত্বশীল সাইফুল আলম, শ্রমিক আন্দোলনের জেলা দায়িত্বশীল ইসমাইল হোসেন, মো. বেলায়েত হোসেন ও জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে অংশ নেন।

এছাড়াও ইসলামী যুব আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল, যুব নেতা আবদুল ওয়াহিদ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার দায়িত্বশীল হাফেজ মামুনুর রশীদ ও ছাত্র নেতা মুজিবুর রহমানসহ জেলা ও উপজেলার আরও অনেক স্বেচ্ছাসেবক এ উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়