Logo
| বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে নিঃস্ব মোজাম্মেলের পাশে দাঁড়াল সেনাবাহিনী

  • আপডেট টাইম : 11-01-2026 ইং
  • 5965 বার পঠিত
অগ্নিকাণ্ডে নিঃস্ব  মোজাম্মেলের পাশে দাঁড়াল সেনাবাহিনী
রিপোর্টারঃ এম সুজন, নানিয়ারচর প্রতিনিধিঃ



বাংলাদেশ সেনাবাহিনীর ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় রাঙামাটির নানিয়ারচর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে পুনর্বাসনে সহায়তা প্রদান করা হয়েছে।




অদ্য ১১ জানুয়ারি ২০২৬ তারিখে নানিয়ারচর সেনা জোন (১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) এর উদ্যোগে নানিয়ারচর জোনের আওতাধীন বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকার বাসিন্দা মোঃ মোজ্জাম্মেল হকের মাঝে ঘর পুনঃনির্মাণের জন্য ০৩ বান ঢেউটিন বিতরণ করা হয়। উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অগ্নিকাণ্ডে তার বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়।

নানিয়ারচর জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি ক্ষতিগ্রস্ত পরিবারের এই সহায়তা প্রদান করেন। 




এছাড়াও একই দিনে নানিয়ারচর প্রেসক্লাবের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় চেয়ার ও টেবিল প্রদান করা হয়।




উক্ত জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনসাধারণ বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় নানিয়ারচর জোন কর্তৃপক্ষ ভবিষ্যতেও এলাকার সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়