খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে "বিনা উদ্ভাবিত উপযোগী আউশ ও আমন ধানের উচ্চফলনশীল জাতসমূহের পরিচিতি, চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল" শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র খাগড়াছড়ির কার্যালয়ে “বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” অর্থায়নে এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা’র ময়মনসিংহ এর মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. বাছিরুল আলম।
এ সময় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের খাগড়াছড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম, বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের ময়মনসিংহ এর প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মো. আশিকুর রহমান, ময়মনসিংহ কৃষি প্রকৌশল বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মো. হাসানুজ্জামান প্রমুখ।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল জাতের আউশ ও আমন ধানের বৈশিষ্ট্য, স্থানীয় পরিবেশে উপযোগিতা, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও টেকসই বীজ সংরক্ষণ কৌশল সম্পর্কে কৃষকদের অবহিত করা।
প্রশিক্ষকরা জানান “উচ্চফলনশীল ও জলবায়ু সহনশীল ধানের জাত ছড়িয়ে দিলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। বিনার উদ্ভাবিত ধানগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা ও ফলন দুই-ই বেশি। পাহাড়ি এলাকায় আউশ ও আমনের উৎপাদন বাড়াতে বিনার জাতগুলো বড় ভূমিকা রাখতে পারে। কৃষকদের আগ্রহ দেখে আমরা আশাবাদী।”
প্রশিক্ষণে অংশ নেয়া কৃষকেরা বলেন, “এই জাতগুলোর ফলন ভালো, পানির প্রয়োজন কম, আর রোগে কম লাগে। আগে জানতাম না বীজ কিভাবে ঠিক মতো সংরক্ষণ করতে হয়, এখন শিখেছি।”
প্রশিক্ষণ কর্মসূচি পাহাড়ি এলাকার কৃষকদের মধ্যে ধানের আধুনিক জাত সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং স্থানীয়ভাবে উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
প্রশিক্ষণে বক্তারা পাহাড়ি অঞ্চলের জন্য উপযোগী উদ্ভাবিত জাতসমূহের গুরুত্ব তুলে ধরেন এবং কৃষকদের উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদনে দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |