| বঙ্গাব্দ
ad728
ad728

‘আদিবাসী’ স্বীকৃতি ও আইন সংশোধনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পিসিএনপি

  • আপডেট টাইম : 30-06-2025 ইং
  • 94690 বার পঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধিঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা'র ‘আদিবাসী’ স্বীকৃতি দাবী এবং ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০’ সংশোধন করে ‘জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ ২০২৫ (প্রস্তাবিত)’ প্রণয়নের বিতর্কিত উদ্যোগের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।



সোমবার সকালে শহরের কেন্দ্রীয় শাপলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও তাদের অঙ্গসহযোগী সংগঠনগুলো।



মানববন্ধনে বক্তারা বলেন, "এ ধরনের উদ্যোগ সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং সংবিধানের মূলচেতনার পরিপন্থী।"



বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আবু তাহের, কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর কবীর, জেলা সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মাসুম রানা এবং সদর উপজেলা সিনিয়র সহ-সভাপতি মো. জসীম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।



বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন,"এই অধ্যাদেশ বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলে বিভাজন ও অস্থিরতা তৈরি হবে, যা জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে।"



তারা এই প্রস্তাবিত আইন দ্রুত বাতিল করে পার্বত্য এলাকার সকল জনগোষ্ঠীর অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নীতি প্রণয়নের আহ্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়