| বঙ্গাব্দ
ad728
ad728

বাঙ্গালহালিয়া-ডংনালা সড়কটির বেহাল দশা; দুর্ভোগ চরমে

  • আপডেট টাইম : 08-08-2025 ইং
  • 60783 বার পঠিত

রাজস্থলী প্রতিনিধি

টানা বর্ষণে পাহাড়ি ঢলের পানিতে পাহাড়ি জেলা রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডংনালা সড়কের অবস্থা খুবই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। ফলে চরম দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে ডংনালার এই সড়কে গিয়ে দেখা যায়, সড়কটির পিচ এবং ইটের খোয়াগুলো সরে গিয়ে ১০০ থেকে ১৫০ মিটারের মতো জায়গায় ৮-১০ ফুট গর্ত হয়ে গিয়েছে। গাড়ি চলাচলের জন্য একদম অনুপযোগী হয়ে পড়েছে এটি। বর্তমানে এই সড়ক দিয়ে সিএনজি, মাহিন্দ্রা এবং মোটরসাইকেলে যাত্রী ও মালামাল বহন করা সম্ভব হচ্ছে না। ফলে চরম দুর্ভোগ ও বেকায়দায় পড়েছেন স্থানীয় বাসিন্দাসহ স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা।


এই বিষয়ে স্থানীয় পথচারী উসিংমং মারমা জানান, আমরা এই রাস্তার খারাপ অবস্থার কারণে আমাদের জুমে ও জমিতে উৎপাদিত পন্য সামগ্রি বাজারে নিতে পারি না। বাজারে নিলেও অনেক বেশি গাড়ি ভাড়া এবং দুর্ভোগ পোহাতে হয়। আমরা দ্রুত এই সড়কটির মেরামত চাই। এছাড়া আমাদের ছেলে মেয়েদের স্কুল কলেজে যেতে অনেক কষ্ট হয়।

এ বিষয়ে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন, এই রাস্তাটি অনেকদিন ধরে খারাপ ছিলো। বৃষ্টির কারণে এখন আরো বেশি খারাপ হয়ে গেছে। আমি এই রাস্তাটির বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলজিইডি অফিসে অবগত করেছি। দ্রুত রাস্তাটি সংস্কার হলে জনগণ অনেক উপকৃত হবেন। আশা করি কয়েক মাসের মধ্যে কাজ শুরু হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়