| বঙ্গাব্দ
ad728
ad728

সীমান্ত রক্ষার পাশাপাশি মানব সেবায় বাবুছড়া ব্যাটালিয়ন

  • আপডেট টাইম : 24-03-2025 ইং
  • 154074 বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্বও পালন করে আসছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। তারা শুধু আন্তঃসীমান্তে অবৈধ কার্যকলাপ প্রতিরোধই না, বরং স্থানীয় জনগণের কল্যাণে মানবিক কার্যক্রমও পরিচালনা করে থাকেন। বিজিবির এই কর্মসূচী শুধু দায়িত্বের জন্য নয়, মানুষের প্রতি তাদের সহানুভূতি এবং দায়বদ্ধতার এক অসামান্য উদাহরণ।

বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) সীমান্তের দূর্গম পাহাড়ে শত প্রতিকূলতার মধ্য থেকে সীমান্ত রক্ষাসহ আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ দমন করে চলেছেন। নিজ দায়িত্বের বাইরে গিয়েও তারা সামাজিক দায়িত্ব পালনেও অনেক অবদান রাখছে। স্থানীয় জনগণের প্রতি তাদের দায়বদ্ধতার প্রতি সম্মান জানাতে, বিজিবি নানা ধরনের মানবিক সহায়তা, সচেতনতা বৃদ্ধির কার্যক্রম এবং ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে।


এরই ধারাবাহিকতায় সোমবার (২৪ মার্চ) বিশেষ উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে প্রায় দুই শতাধিক হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালি মানুষের মাঝে ইফতার ও ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এদিন জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি সভার আয়োজনও করে, যেখানে এলাকার জনগণ চোরাচালান, মাদক সেবনের কুফল এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি একে অপরের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস.এম রেজাউর রহমান এবং সহকারী পরিচালক মো. হুমায়ুন করিম।

বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) তাদের এসব মানবিক কর্মকান্ডের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা শুধুমাত্র দেশের সীমান্ত রক্ষা করে না। তারা দেশের জনগণের কল্যাণের জন্যও কাজ করে। তাদের এই উদ্যোগ একটি শক্তিশালী বার্তা, যা সমাজে মানবিকতা, সহানুভূতি এবং একটি উন্নত সমাজ প্রতিষ্ঠার জন্য অনুপ্রেরণা যোগায়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়