| বঙ্গাব্দ
ad728
ad728

রাজস্থলীতে উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ

  • আপডেট টাইম : 23-04-2025 ইং
  • 142544 বার পঠিত

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাঙ্গামাটির রাজস্থলীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্টিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় কৃষক পর্যায়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা সার্টিফিকেট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলাপাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয় আশ্রমের হলরুমে ইউনিয়নের ৩টি ব্লকের মোট ৭৫ জন কৃষক-কৃষাণীর মাঝে দিনব্যাপী এই উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই প্রশিক্ষণে রাঙ্গামাটি পার্বত্য জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, বাংলাদেশের মানুষ অসুস্থ হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী ভেজাল খাদ্য গ্রহণ। ভেজাল খাদ্য গ্রহণের কারণে এই দেশের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের মানুষের এই নাজুক অবস্থা থেকে উত্তরণের জন্য সুষম এবং পুষ্টিকর খাদ্য খাওয়ার কোন বিকল্প নেই। আর সুষম এবং পুষ্টিকর খাদ্য আমরা নিজেরাই নিজেদের বাড়ির আঙিনায় উৎপাদন করতে পারি। এরজন্য শুধু সঠিক পরিকল্পনা এবং ইচ্ছাশক্তির প্রয়োজন। সকলের বাড়ির আঙিনার পরিত্যক্ত জমিতে যদি আমরা বিভিন্নরকম শাকসবজি, ফলমূল ইত্যাদি উৎপাদন করি তাহলে ভেজাল খাদ্য থেকে আমরা বেঁচে থাকতে পারবো। ভবিষ্যত প্রজন্মকে একটি সুস্থ এবং সবল জাতি হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো। আর উৎপাদিত শাকসবজি এবং ফলমুলে অতিরিক্ত কীটনাশক ব্যবহার না করে জৈব সার এবং প্রাকৃতিক সার ব্যবহার করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা কৃষি অফিসার মো. শাহরিয়াজ বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আবুল খায়ের এবং মো. রাকিবুজ্জামান রাজু।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়