নিজস্ব প্রতিবেদক
আকস্মিক পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণের ফলে সড়ক ডুবে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ থাকার একদিন পর স্বাভাবিক হয়েছে যান চলাচল।
বুধবার সকাল ১১টার দিকে সড়ক থেকে পানি নেম যাওয়ায় যানবাহন চলাচল শুরু করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।
তিনি বলেন, মঙ্গলবার সাজেকে ৩৪১ পর্যটক আটকে ছিল। অনেকে সাজেকে বেড়াতে এসে সড়কে পানির কারণে বাঘাইহাট থেকে খাগড়াছড়ি ফিরে গেছেন। বৃষ্টি না থাকায় সকাল থেকে মাচালং বাজার, সীমানাছড়া ও বাঘাইহাট বাজার থেকে পানি নেমে যেতে শুরু করে। সকাল ১১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আটকে পড়া পর্যটকেরা খাগড়াছড়ি ফিরতে শুরু করেছেন।
স্থানীয়রা জানায়, কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সাজেকে মাসালং বাজার এলাকা রাস্তা এবং মাচালং ছড়ার ওপর নির্মিত সেতু ডুবে যায়। এতে মাচালং থেকে সাজেকগামী পর্যটকবাহী সকল গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়েন পর্যটক সহ স্থানীয়রাও। তারা আরও বলেন, সড়ক থেকে পানি নেমে যাওয়ায় সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার খাগড়াছড়ি-সাজেক সড়কের মাচালং বাজার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় সাজেক পর্যটন কেন্দ্রের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পাশাপাশি কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায় পৌছার কারণে বাঘাইছড়ি ও লংগদু উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |